সাজেদুল ইসলাম রাসেল
নিজস্ব প্রতিনিধি, বগুড়া।
বগুড়ার শেরপুরে চেতনা নাশক খাইয়ে ইজিবাইক চুরির ঘটনায় আন্তঃজেলা চোর চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।
জানা গেছে, গত ২৪ এপ্রিল বিকেলে ইজিবাইক চালক মোঃ শামীম (২৫) বাড়ি থেকে বের হয়ে রাতে ধাওয়াপাড়া এলাকায় অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। এসময় তার ইজিবাইকটি চুরি হয়ে যায়। পরে শামীমের পরিবার শেরপুর থানায় একটি মামলা দায়ের করে।
মামলার তদন্ত কর্মকর্তা এসআই (নিঃ) মোঃ রকিব হোসেন তথ্য প্রযুক্তির সহায়তায় অভিযান পরিচালনা করেন। অভিযানে প্রথমে মোঃ আসাদুল ইসলাম (২৭) কে চুরি হওয়া ইজিবাইকসহ আটক করা হয়। তার দেওয়া স্বীকারোক্তির ভিত্তিতে আরও তিনজন — মোঃ ওয়াহেদুল ইসলাম (২৯), মোঃ ফিরোজ উদ্দিন (৩০) ও মোঃ মিন্টু মেকার (৪০) — কে গ্রেফতার করা হয়।
অভিযানে চুরি যাওয়া দুইটি ইজিবাইক এবং চুরির কাজে ব্যবহৃত একটি সিএনজি উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানায়, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকা থেকে ইজিবাইক চুরি করে বিক্রি করে আসছিল। উদ্ধারকৃত ইজিবাইকগুলোর প্রকৃত মালিক খুঁজে বের করার চেষ্টা চলছে। মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।