
মাদারীপুর জেলা প্রতিনিধি মো: সুমন মাতুব্বর:
মাদারীপুরের শিবচরে সন্যাসিরচর ইউনিয়নের ২, ৪ ও ৮ নম্বর ওয়ার্ডে ৯ জানুয়ারি বিকেল ৩টায় নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সভায় মাদারীপুর-১ (শিবচর) আসনের স্বতন্ত্র প্রার্থী কামাল জামান মোল্লা ভোটারদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন।
উঠান বৈঠকে সভাপতিত্ব করেন কোহিনুর হাওলাদার (চেয়ারম্যান, সন্যাসিরচর ইউনিয়ন)। বক্তারা জামান মোল্লাকে বিপুল ভোটে বিজয়ী করার প্রত্যাশা প্রকাশ করেন এবং বলেন,此次 নির্বাচন ব্যক্তিত্ব ও যোগ্যতার ভিত্তিতে। কোহিনুর হাওলাদার বলেন, “আমার দীর্ঘ ৪৭ বছরের জীবনে জামান মোল্লার মতো উদার, সৎ ও মানবিক মানুষ খুব কমই দেখেছি।”
স্থানীয়রা মন্তব্য করেন, জামান মোল্লা মিশুক, যোগ্য ও সাধারণ মানুষের পাশে থাকা একজন নেতা। শিবচর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাজাহান সাজু মোল্লা বলেন, “দীর্ঘ ১৭ বছর ধরে গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে জামান মোল্লা অগ্রণী ভূমিকা রেখেছেন।”
প্রার্থী কামাল জামান মোল্লা বলেন, “আপনাদের ভালোবাসা ও উপস্থিতির জন্য আমি কৃতজ্ঞ। আমাকে ভোট দিলে মনে করবেন আমি আপনাদেরই একজন ভাই সংসদে।”