
ইনকিয়াদ আহম্মেদ রাফিন
ঝিকরগাছা উপজেলা প্রতিনিধি :
যশোরের ঝিকরগাছা উপজেলার ঐতিহ্যবাহী বিএম হাইস্কুলে ২০২৬ শিক্ষাবর্ষে শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে অভিভাবকদের সঙ্গে মতবিনিময় সভা এবং অভিভাবক ফোরাম গঠন করা হয়েছে।
বিদ্যালয় কর্তৃপক্ষের আয়োজনে বুধবার (১৪ জানুয়ারি) সকাল ১১টায় স্কুলের হলরুমে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মোর্তজা এলাহী টিপু।
ঝিকরগাছা বিএম হাইস্কুলের প্রধান শিক্ষক মোঃ আব্দুস সামাদ-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ঝিকরগাছা মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও অভিভাবক মোঃ ইলিয়াস উদ্দিন, উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক আমীর ও অভিভাবক সহকারী অধ্যাপক মোঃ হারুন অর রশীদ এবং বাঁকড়া ডিগ্রি কলেজের অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক ও অভিভাবক শাহাজাহান আলী।
এছাড়া বক্তব্য রাখেন সরকারি শহীদ মশিয়ুর রহমান কলেজের সহকারী অধ্যাপক ও অভিভাবক সাইফুল্লাহ আল মামুন, জাইকা প্রতিনিধি ও অভিভাবক দুলাল দেবনাথ, ঝিকরগাছা প্রেসক্লাবের সেক্রেটারি ও অভিভাবক মোঃ তরিকুল ইসলাম, অভিভাবক নাজমুস সাকি, মাহমুদ মুকুল, তাহের আফরোজ, মোস্তাফিজুর রহমান মুন্না, আকরাম খানসহ আরও অনেকে।
মতবিনিময় সভা শেষে উপস্থিত অভিভাবকদের সর্বসম্মত মতামতের ভিত্তিতে ১১ সদস্যবিশিষ্ট ঝিকরগাছা বিএম হাইস্কুল অভিভাবক ফোরাম গঠন করা হয়। এতে আহ্বায়ক নির্বাচিত হন ঝিকরগাছা মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও অভিভাবক মোঃ ইলিয়াস উদ্দিন এবং সদস্য সচিব হন ঝিকরগাছা প্রেসক্লাবের সেক্রেটারি ও অভিভাবক মোঃ তরিকুল ইসলাম।
ফোরামের অন্যান্য সদস্যরা হলেন—
অধ্যাপক হারুন অর রশীদ, মোঃ শাহাজাহান কবীর, মোঃ মাহমুদ মুকুল, হোসেন মোঃ ওমর শরীফ, মোঃ আকরাম হোসেন, মোঃ ইউসুফ আলী, মোস্তাফিজুর রহমান বাবু, নুরজাহান পাপিয়া ও উম্মিমা খাতুন।
এ সময় প্রধান শিক্ষক মোঃ আব্দুস সামাদ বলেন, ম্যানেজিং কমিটি ও শিক্ষক-শিক্ষিকাবৃন্দের সঙ্গে অভিভাবক ফোরামের সমন্বয়ে বিদ্যালয়ের দীর্ঘদিনের সুনাম ও ধারাবাহিকতা রক্ষায় আরও শক্তিশালী ভূমিকা পালন করা সম্ভব হবে।