
মোহাম্মদ রিদয় হোসেন, যশোর জেলা প্রতিনিধি:
যশোরের শার্শা উপজেলার কায়বা ইউনিয়নের বাগুড়ী গ্রামে সরকারি রেকর্ডিয় রাস্তায় জোরপূর্বক ঘর নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। রাস্তার দক্ষিণ পাশের ২০১৭ নং প্লটের মালিক মিলন ও রিপন স্থানীয় প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে কাজ চালিয়ে যাচ্ছেন।
স্থানীয়রা জানিয়েছেন, দীর্ঘ ৪০–৪৫ বছর ধরে পাশের পুকুরের ভাঙন miatt রাস্তার প্রায় ৪০ ফুট অংশ পুকুরের সঙ্গে মিশে গেছে। ইউএনও এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশে রাস্তার সীমানা স্থির করা হয়েছিল, কিন্তু মালিকরা তা অগ্রাহ্য করে ঘর নির্মাণ অব্যাহত রেখেছেন।
কায়বা ইউনিয়নের ভূমি কর্মকর্তা ফারুক হোসেন জানিয়েছেন, তিন দিন ধরে নিষেধ করেও মালিকরা ঘর নির্মাণ বন্ধ করেনি। স্থানীয়রা শার্শা উপজেলা প্রশাসনের কাছে রেকর্ডিয় রাস্তার উপর থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করার জন্য তৎক্ষণাৎ হস্তক্ষেপের আবেদন জানিয়েছেন।