
মোহাম্মদ রিদয় হোসেন যশোর জেলা প্রতিনিধি
যশোর, ৪ নভেম্বর, ২০২৫ (মোহাম্মদ রিদয় হোসেন, জেলা প্রতিনিধি) – বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী মরহুম তরিকুল ইসলামের ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শার্শার বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বিকেলে বাগআঁচড়া হাইস্কুল মাঠ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সভাপতি আসাদুজ্জামান মিঠু এবং সঞ্চালনা করেন সাংগঠনিক সম্পাদক আলমগীর কবির আলম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা ৮৫-১ আসনের বিএনপির মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মফিকুল হাসান তৃপ্তি।
অনুষ্ঠানে জেলা ও ইউনিয়নের নেতৃবৃন্দসহ অসংখ্য বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মী উপস্থিত ছিলেন। দোয়া-মিলাদে মরহুম তরিকুল ইসলামের রাজনৈতিক অবদান স্মরণ করা হয় এবং তাঁর আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।
মফিকুল হাসান তৃপ্তি অনুষ্ঠানে বলেন, “আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শে বিশ্বাসী। দলের সকল কর্মীকে ঐক্যবদ্ধভাবে জনগণের অধিকার পুনরুদ্ধারের আন্দোলনে অংশ নিতে হবে।”