
মোঃ মেহেদী হাসান ক্রাইম রিপোর্টার প্রতিনিধি:
বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও ফরিদপুর-২ আসনের মনোনীত সংসদ প্রার্থী শামা ওবায়েদ ইসলাম রিংকু বলেছেন, “গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠা করতে না পারলে গত ১৭ বছরের রক্ত ও ত্যাগ বৃথা যাবে।”
শুক্রবার বিকেলে সালথা উপজেলার আটঘর মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। দোয়া মাহফিলে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করা হয়।
শামা ওবায়েদ আরও বলেন, “দেশপ্রেমিকদের ত্যাগ ইতিহাসে লেখা থাকবে। সেই মর্যাদা রক্ষার জন্য রাষ্ট্রক্ষমতার সিদ্ধান্তে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। খালেদা জিয়ার মতো নেত্রী বাংলাদেশে আর আসবেন না।”
দোয়া মাহফিলে সালথা উপজেলা যুবদল নেতা হাসান আশরাফের সভাপতিত্বে অংশ নেন উপজেলা ও থানা পর্যায়ের বিএনপি নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক নেতা-কর্মী।