চলতি বছরের শেষের দিকে তৃতীয়বারের মতো বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান। তবে এবার বিয়ের পাত্রী কে, সে বিষয়ে এখনও কোনো নিশ্চিত খবর পাওয়া যায়নি।
কিছু গুঞ্জন অনুযায়ী, শাকিব একজন ডাক্তার মেয়েকে বিয়ে করতে যাচ্ছেন। ওই ডাক্তার মেয়ে যুক্তরাজ্য থেকে চিকিৎসা বিষয়ে লেখাপড়া করে দেশে ফিরেছেন। তবে শাকিবের পরিবার এ বিষয়ে এখনও কোনো মন্তব্য করেনি।
শাকিবের পরিবারের এক সদস্য নাম প্রকাশ না করে জানিয়েছেন, শাকিবের সম্মতিতে পাত্রী দেখা শুরু হয়েছে। চলতি বছরের শেষের দিকে জমকালো আয়োজনে বিয়ে হতে পারে।
তবে শাকিবের দুই সাবেক স্ত্রী অপু বিশ্বাস ও বুবলী এ বিষয়ে কী মতামত রাখেন, সেটা এখনও জানা যায়নি।
আরও কিছু তথ্য:
উল্লেখ্য যে, এসব তথ্য সংবাদপত্র ও অনলাইন মাধ্যমের খবরের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। শাকিব খানের বিয়ের বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা এখনও অপেক্ষিত।