
বিনোদন ডেস্ক:
ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা ফারহান আহমেদ জোভান সম্প্রতি দেওয়া এক সাক্ষাৎকার নিয়ে সমালোচনার মুখে পড়েছেন। বিয়ের আগে এক সম্পর্ক নিয়ে স্ক্রিপ্টেড বক্তব্য দেওয়ায় অনুতাপ প্রকাশ করেছেন তিনি।
বুধবার (৭ ডিসেম্বর) এক ভিডিও বার্তায় জোভান জানান, কয়েক দিন আগে একটি অনুষ্ঠানে তিনি ব্যক্তিগত বিষয়ে ভুল তথ্য দিয়েছেন। ভিডিওর ক্যাপশনে তিনি লিখেছেন— “আমি দুঃখিত”।
ভিডিওতে জোভান বলেন, সাক্ষাৎকারে প্রেম সম্পর্কিত যে কথাগুলো বলেছিলেন, সেগুলো স্ক্রিপ্টেড ও সাজানো ছিল। ব্যক্তিগত জীবনের কিছু অংশ অতিরঞ্জিতভাবে বলার জন্য লজ্জা ও অনুশোচনা প্রকাশ করেন তিনি।
ভিডিওতে জোভানের পাশে ছিলেন তার স্ত্রী। জোভান জানান—
“আমি অনুষ্ঠানে যা বলেছি, তা আমাকে শিখিয়ে দেওয়া হয়েছিল। বেশি বলার জন্য অনুতপ্ত ও লজ্জিত সমাজ ও বউয়ের কাছে।”
শেয়ার করা ভিডিওর শেষে স্ত্রীও সম্মতি জানালে দুজনেই হাসিতে ফেটে পড়েন। জোভান আশা প্রকাশ করেন যে, তার স্ত্রী বিষয়টি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।