
যশোর জেনারেল হাসপাতাল থেকে সরকারি ওষুধ পাচারের চেষ্টার অভিযোগে ৪৫ বছর বয়সী স্বেচ্ছাসেবক আইয়ুবকে হাতেনাতে আটক করেছে স্থানীয় জনতা। রোববার দুপুর ১টার দিকে হাসপাতালের তৃতীয় তলায় মহিলা মেডিসিন ওয়ার্ডের সামনে এই ঘটনা ঘটে।
আটককৃতের কাছ থেকে ৬০ পিস গ্যাসের ট্যাবলেট (ইসোমিপ্রাজল) এবং ৪০ পিস প্যারাসিটামল উদ্ধার করা হয়। আটক স্বেচ্ছাসেবক ও উদ্ধারকৃত ওষুধ হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) বজলুর রহমান টুলুর কাছে হস্তান্তর করা হয়েছে।
আরএমও জানান, বিষয়টি গুরুতর এবং আইন অনুযায়ী যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে। স্থানীয়রা হাসপাতালের সরকারি ওষুধ পাচারের সম্ভাব্য চক্র খতিয়ে দেখার জন্য পূর্ণাঙ্গ তদন্তের দাবি করেছেন।