
মুন্সীগঞ্জে জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত
এম এ তুহিন, মুন্সীগঞ্জ প্রতিনিধি:
বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে “জুলাই সনদ বাস্তবায়নের আদেশ জারি” ও **“নভেম্বরের মধ্যে গণভোট আয়োজন”**সহ ৫ দফা দাবিতে মুন্সীগঞ্জ জেলা জামায়াতের আয়োজনে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৭ অক্টোবর ২০২৫) বিকাল ৪টায় জেলা জামায়াতের অফিসের সামনে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুন্সীগঞ্জ জেলা জামায়াতের সেক্রেটারি ও মুন্সীগঞ্জ-১ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী প্রফেসর এ.কে.এম. ফখরুদ্দিন রাজী।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও জেলা আমীর জনাব আ.জ.ম. রুহুল কুদ্দুস।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা নায়েবে আমীর মাওলানা নুরুল হক পাটোয়ারী।
এছাড়াও উপস্থিত ছিলেন—
জেলা কর্মপরিষদ সদস্য ও মুন্সীগঞ্জ-৩ আসনের নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি জনাব আরশাদ আলী ঢালী,
খিজির আব্দুস সালাম, মাওলানা হেমায়েত উদ্দিন, মো. শাহজাহান সরকার, মো. সুরুজ মাস্টার,
এবং জেলার বিভিন্ন উপজেলার আমিরসহ জামায়াতের সর্বস্তরের নেতাকর্মীরা।