
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়া জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ১২ কেজি গাঁজাসহ এক মাদককারবারীকে গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার (০৯ জানুয়ারি ২০২৬) রাত ১টা ৪০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি বিশেষ টিম বিজয়নগর থানার সিঙ্গারবিল ইউনিয়নের কাশিনগর এলাকায় অভিযান চালায়। এ সময় আনোয়ার (৩০) নামের এক ব্যক্তিকে আটক করে তার হেফাজত থেকে ১২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্য বিধি মোতাবেক জব্দ করা হয়।
ডিবি পুলিশের কর্মকর্তারা জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আনোয়ার জানিয়েছে তার বিরুদ্ধে পূর্বেও একাধিক মাদক মামলা রয়েছে।
গ্রেফতারকৃত ব্যক্তির পরিচয়:
আনোয়ার (৩০), পিতা- মৃত সাঈদ মিয়া, মাতা- শাহানা বেগম, সাং- কাশীনগর (আলী চান মিয়ার বাড়ি), থানা- বিজয়নগর, জেলা- ব্রাহ্মণবাড়িয়া।
গ্রেফতারকৃতের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলে জানিয়েছে ডিবি পুলিশ।