
স্টাফ রিপোর্টার:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করা এবং গণভোট বিষয়ে করণীয় নির্ধারণে বরগুনার বেতাগীতে উপজেলা পর্যায়ের সরকারি কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, সুধীজন, নির্বাচনী প্রার্থী, গণমাধ্যম কর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে বেতাগী উপজেলা পরিষদ হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। জাতীয় সংসদ নির্বাচনে বরগুনার রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক তালছলিমা আক্তার এ সভার সভাপতিত্ব করেন।
এসময় বক্তব্য রাখেন বরগুনা জেলা পুলিশ সুপার মো: কুদরত-ই-খুদা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সজল চন্দ্র শীল, জেলা নির্বাচন অফিসার আতীকুল ইসলাম, বেতাগী উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ সাদ্দাম হোসেন, বেতাগী থানার অফিসার ইনচার্জ জুয়েল ইসলামসহ অন্যান্যরা।
মতবিনিময় সভায় জেলা প্রশাসক তালছলিমা আক্তার বলেন, “একটি নির্বাচন তখনই গ্রহণযোগ্য হয়, যখন সকল পক্ষের অংশগ্রহণ নিশ্চিত থাকে। নির্বাচন মানে প্রতিযোগিতা হলেও তা হতে হবে শান্তিপূর্ণ ও সহনশীল পরিবেশে। ভোটাররা যেন নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন—সে লক্ষ্যে প্রশাসন সম্পূর্ণ নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করবে।”
সভায় বক্তারা নির্বাচনকে শান্তিপূর্ণ, উৎসবমুখর ও অংশগ্রহণমূলক করতে সকল পক্ষকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।