
মস্ত মিয়া | বিশেষ প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে থানা পুলিশের বিশেষ অভিযানে ১০ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৩ জানুয়ারি ২০২৬) সকাল ৯টা ৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে বিজয়নগর থানা পুলিশের একটি দল উপজেলার ইছাপুরা এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় ওই এলাকা থেকে ১০ (দশ) কেজি গাঁজাসহ ১ জন মাদক কারবারিকে হাতেনাতে গ্রেফতার করা হয়।
উদ্ধারকৃত গাঁজা উপস্থিত সাক্ষীদের সামনে বিধি মোতাবেক জব্দ তালিকা প্রস্তুত করে জব্দ করা হয়।
নাম: মোঃ জয় মিয়া (২০)
পিতা: মৃত আমিন মিয়া
মাতা: জোসনা বেগম
গ্রাম: কাশিনগর
থানা: বিজয়নগর
জেলা: ব্রাহ্মণবাড়িয়া
এ ঘটনায় বিজয়নগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। অভিযুক্তকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে বলে পুলিশ জানিয়েছে।