
মস্তু মিয়া, বিশেষ প্রতিনিধি (ব্রাহ্মণবাড়িয়া):
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর সীমান্ত এলাকায় শীতার্ত ও দুঃস্থ মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)। মঙ্গলবার (৬ জানুয়ারি) সকালে সরাইল ২৫ বিজিবির উদ্যোগে বিজয়নগর কবি সানাউল হক কলেজ মাঠে ২০০ কম্বল বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত থেকে কম্বল বিতরণ করেন ২৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জাব্বার আহমেদ। শীতবস্ত্র পেয়ে (৬০) সুহেদা নামের এক নারী বলেন, “শীতের মধ্যে কম্বল পেয়ে খুব খুশি হয়েছে। বিজিবিকে আল্লাহ ভালো রাখুক।” অন্য একজন নলগরিয়ার আমীর মিয়া বলেন, “কম্বল পেয়ে আমার খুব উপকার হয়েছে। বিজিবি খুব ভালো কাজ করেছে।”
এই উপলক্ষে একটি জনসচেতনতা মূলক সভাও অনুষ্ঠিত হয়। এ বিষয়ে লেফটেন্যান্ট কর্নেল মো. জাব্বার আহমেদ বলেন, “শীতের এই সময়ে সীমান্ত এলাকার মানুষ যেন কিছুটা স্বস্তি পায়, সেই জন্য আমাদের এই ছোট্ট আয়োজন। সীমান্ত রক্ষার পাশাপাশি তাদের দেখভাল করাও আমাদের দায়িত্ব। আমরা চেষ্টা করেছি যাদের কম্বলের প্রয়োজন, তাদের তা পৌঁছে দিতে।”