ঢাকা: রাজধানীর ওয়ারী বনগ্রাম এলাকার একটি বাসায় বালতির পানিতে পড়ে এক বছর বয়সী আমেনা নামে এক শিশুর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটে শনিবার (১৮ মে) বেলা ১১টার দিকে।
মুমূর্ষু অবস্থায় শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
শিশুটির বাবা তাজুল ইসলাম জানান, তারা ওয়ারী বনগ্রাম এলাকার একটি বাড়ির দ্বিতীয় তলার ফ্ল্যাটে ভাড়া থাকেন। শনিবার সকালে তার স্ত্রী রান্না করছিলেন আর তিনি রুমে বসে ছিলেন। এ সময় শিশুটি রুমে একা খেলছিল। কিছুক্ষণ পর তারা তাকে খুঁজে পায়নি। পরে খোঁজে বের করে দেখেন বাথরুমের বালতির পানিতে ডুবে আছে শিশুটি।
তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
শিশুটির বাবা পুরান ঢাকায় হার্ডওয়্যারের ব্যবসা করেন। তারা মূলত ফেনীর সদর উপজেলার বাসিন্দা।
ময়নাতদন্ত:
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। ঘটনার তদন্ত করছে ওয়ারী থানা পুলিশ।
শোক:
শিশুর মৃত্যুতে তার পরিবারের সদস্যরা শোকে ডুবে আছেন। এলাকাবাসীও তার মৃত্যুতে দুঃখ প্রকাশ করেছেন।