বগুড়া, ২৯ মে ২০২৪: বগুড়া সদর উপজেলা পরিষদ নির্বাচনে পুরুষ ভাইস চেয়ারম্যান পদের জন্য আজ বুধবার অনুষ্ঠিত ভোটগ্রহণ বরাদ্দকৃত প্রতীকের সাথে ব্যালটে প্রতীকের মিল না থাকায় স্থগিত করা হয়েছে।
প্রার্থী ইফতারুল ইসলাম মামুন অভিযোগ করেন, তাকে ‘কাঠিওয়ালা আইসক্রিম’ প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছিল। কিন্তু ব্যালটে ‘কুলফি আইসক্রিম’ প্রতীক দেখে ভোটাররা তাকে চিনতে পারছেন না।
এই বিষয়ে রিটার্নিং অফিসার সৈয়দ আবু ছাইদ বলেন, নমুনা ছবি ছিল না। তাই, সচারাচর যে আইসক্রিম হয় সেই ছবি ব্যবহার করা হয়েছে। তিনি আরও বলেন, “এটা আসলে আমাদের কোনো ভুল নয়।”
আরও পড়ুন, ১২০ টাকায় পুলিশে চাকরি!
তবে, জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. সাইফুল ইসলাম পরবর্তীতে ব্যালটে প্রতীকের সাথে মিল না থাকায় পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ভোটগ্রহণ স্থগিত করেন।
এই ঘটনায় ব্যাপক ক্ষোভ প্রকাশ করেছেন ভোটাররা। অনেকেই নির্বাচন কমিশনের দুর্বল ব্যবস্থাপনার নিন্দা জানিয়েছেন।