
এস. এ. ছাইফ, আমতলী উপজেলা প্রতিনিধি:
বরগুনার আমতলী সদর ইউনিয়নের ৩ ও ৪ নম্বর ওয়ার্ডে খাদ্য অধিদপ্তরের উদ্যোগে হতদরিদ্র পরিবারের মাঝে ১৫ টাকা কেজি দরে ৩০ কেজি করে চাল বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়েছে। গত ১৫ ও ১৯ অক্টোবর (বুধবার ও রবিবার) এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ বেল্লাল হোসেন, আই ওয়ান টেলিভিশনের সাংবাদিক মোঃ ইমরান ইসলামসহ বিভিন্ন চ্যানেল ও পত্রিকার সাংবাদিকরা।
১৫ টাকা কেজি চালের ডিলার মোঃ আমির হোসেন প্যাদা জানান, “সরকারি নীতিমালা অনুযায়ী সঠিকভাবে চাল বিতরণ করা হচ্ছে। কোন অবস্থাতেই একজনের কার্ডের চাল অন্য কাউকে দেওয়া হয় না।”
চাল নিতে আসা উপকারভোগীরা জানান, “আমরা খুবই খুশি। বাংলাদেশ সরকার ১৫ টাকায় ৩০ কেজি চাল দিয়ে আমাদের পাশে দাঁড়িয়েছে। আমরা অনেকেই বেশি দামে চাল কিনে খেতে পারি না। সরকার আমাদের কম দামে চাল কিনে খাওয়ার সুযোগ করে দিয়েছে, এজন্য আমরা কৃতজ্ঞ। আমাদের একটাই আশা—সরকার যেন সবসময় এভাবেই আমাদের পাশে থাকে।”