সাইফুল ইসলাম, নওগাঁ প্রতিনিধি :
নওগাঁ: নওগাঁর ধামইরহাট উপজেলার পশ্চিম চকভবানী গ্রামে রবিবার দুপুরে মর্মান্তিক ঘটনা ঘটেছে। পুকুরের পানিতে ডুবে ৩ বছর বয়সী যমজ ভাই লক্ষণ ও রাম নামের শিশুর মৃত্যু হয়েছে।
স্থানীয়রা জানান, সকালের খাবার খেয়ে দুই ভাই বাড়ির পাশে খেলতে বেরিয়েছিল। খেলার এক পর্যায়ে তারা সবার অগোচরে পুকুরে পড়ে যায়। দীর্ঘক্ষণ তাদের না দেখে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজির এক পর্যায়ে পুকুরে তাদের ভাসমান লাশ দেখতে পান।
এ ঘটনায় পরিবারের সদস্য ও গ্রামবাসীরা শোকাহত।
ধামইরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) বাহাউদ্দিন ফারুকী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। প্রাথমিক ধারণা করা হচ্ছে, খেলতে গিয়েই তারা পানিতে পড়ে মারা গেছে।
এই মর্মান্তিক ঘটনাটি শিশুদের প্রতি সতর্কতা অবলম্বনের বার্তা জানায়। ছোট বাচ্চাদের কখনোই পুকুর, নদী, খাল, ড্রেনেজের মত জলাশয়ের পাশে একা ছেড়ে দেওয়া উচিত নয়।