ঢাকা: দেশি পোশাক পাকিস্তানি বলে বেশি দামে বিক্রির অভিযোগে গুলশানের ‘সানভীস বাই তনি’ শোরুম বন্ধ করে দিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
সোমবার (১৩ মে) গুলশান শ্যুটিং ক্লাব এলাকার একটি মার্কেটে অভিযান চালিয়ে শোরুমটি বন্ধ করা হয়।
অভিযোগ, রোবাইয়াত ফাতেমা তনি, যিনি সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ জনপ্রিয়, তার এই প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে গুলিস্তান, মিরপুর, সাভার ও টঙ্গীর তৈরি পোশাকগুলো পাকিস্তানি বলে বিক্রি করে আসছিল। অনলাইনেও তারা একই কৌশল অবলম্বন করত।
ভোক্তা অধিকার অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল জব্বার মন্ডল বলেন, “অনেক অভিযোগের পর আমরা তাদের কারণ দর্শানোর নোটিশও দিয়েছিলাম। কিন্তু তারা কোনো জবাব দেয়নি। অভিযানে আমরা প্রমাণ পেয়েছি যে তারা পাকিস্তানি পোশাকের কোনো কাগজপত্র দেখাতে পারেনি।”
তিনি আরও বলেন, “তাদের শোরুম বন্ধ করে দেওয়া হয়েছে। তাদেরকে এখন কাগজপত্র নিয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে হাজির হয়ে প্রমাণ দিতে হবে। কতগুলো কাস্টমারকে ভুল তথ্য দিয়ে পোশাক বিক্রি করা হয়েছে তার তথ্যও দিতে হবে।”
এই ঘটনায় কতজন কাস্টমার প্রতারিত হয়েছেন তা এখনো জানা যায়নি। ভোক্তা অধিকার অধিদপ্তর তদন্ত চালিয়ে যাচ্ছে।