**নির্বাচন কমিশনের নির্দেশে: ময়মনসিংহে নির্বাহী কর্মকর্তা ও ওসিকে প্রত্যাহারের নির্দেশ**
নির্বাচন কমিশনের সহকারী সিনিয়র মোহাম্মদ মোরশেদ আলমের স্বাক্ষরিত চিঠিতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে ময়মনসিংহের ফুলপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রত্যাহারের নির্দেশ দেয়া হয়েছে।
এছাড়া, মাদারীপুরের কালকিনি থানা ও ময়মনসিংহের ফুলপুর ও তারাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তাদের ওসিকে প্রত্যাহারের বিষয়েও নির্দেশনা দেয়া হয়েছে। এই নির্দেশনার আগে, ১৫ নভেম্বরে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন। এই নির্বাচনে দেশব্যাপী প্রচার-প্রচার চলছে এবং ভোট হবে আগামী ৭ জানুয়ারিতে। নির্বাচন কমিশন এই বিষয়ে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে অনুরোধ করেছে।**