কামাল হাছান, নলছিটি প্রতিনিধি:
ঝালকাঠির নলছিটি উপজেলার সিদ্ধকাঠি ইউনিয়নের ফুলহরি গ্রামে ভুট্টা ক্ষেতে গাঁজা চাষের অভিযোগে দুই যুবককে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। বৃহস্পতিবার (১ মে) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে অভিযান চালিয়ে ১৪টি গাঁজা গাছসহ তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন—ফুলহরি গ্রামের মৌজে আলী হাওলাদারের ছেলে জুয়েল হাওলাদার (৩২) এবং সবুজ মোল্লার ছেলে হৃদয় মোল্লা (১৯)।
জেলা গোয়েন্দা পুলিশের ওসি মোঃ সেলিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানে ভুট্টা ক্ষেতে গাঁজা চাষের সত্যতা পাওয়া যায় এবং সেখান থেকে ১৪টি গাঁজা গাছ উদ্ধার করা হয়। অভিযুক্তদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।
তিনি আরও জানান, মাদকের বিরুদ্ধে ডিবির অভিযান অব্যাহত থাকবে।