সাইফুল ইসলাম, নওগাঁ জেলা প্রতিনিধি :
নওগাঁর মহাদেবপুরে রাতের আঁধারে দেড় বিঘা জমির সদ্য ধানের শীষ বের হওয়া কাঁচা ধান গাছ কেটে বিনষ্ট করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের লোকজনের বিরুদ্ধে। এ ঘটনায় উপজেলার সহরাই গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে আব্দুস সালাম মঙ্গলবার দুপুরে মহাদেবপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। ঘটনাটি ঘটেছে রবিবার রাতে উপজেলার সহরাই গ্রামে।
অভিযোগ সূত্রে জানা গেছে, পূর্ব শত্রুতার জের ধরে রোববার দিবাগত মধ্যরাতে সহরাই গ্রামের মৃত খাইরুল বাশারের ছেলে মো. আব্দুর রব, মৃত আব্দুর রউফের ছেলে মো. সাব্বির হোসেন, মৃত একামুদ্দীনের ছেলে মো. শাহিন হোসেন, মৃত তজিবর রহমানের দুই ছেলে মো. সাইদুল ইসলাম ও মো. আরিফুল ইসলাম সংঘবদ্ধ হয়ে আব্দুস সালামের পৈত্রিক প্রায় দেড় বিঘা জমির শীষ বের হওয়া কাঁচা ধান গাছ কেটে বিনষ্ট করে। এতে প্রায় ৫০ হাজার টাকা ক্ষতি সাধন হয়।
এ বিষয়ে জানতে চাইলে মো. আব্দুর রব ধান কাটার কথা অস্বীকার করে বলেন, সেখানে আব্দুস সালাম ধান রোপণ করলেও ওই জমি তার। নিজের জমির ধান সে কেন কাটতে যাবে। এবিষয়ে থানায় পৃথক অভিযোগ করবেন বলেও জানান তিনি।
অভিযোগ পাওয়ার সত্যতা নিশ্চিত করে মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ মো. হাশমত আলী বলেন, তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।