
মো: রবিউল ইসলাম স্টাফ রিপোর্টার
বগুড়া, ১০ জানুয়ারি – দুপচাঁচিয়া উপজেলার সদর ইউনিয়নের আলোহলী এলাকায় অবৈধভাবে উর্বর কৃষি জমির মাটি কর্তনের ঘটনায় এক ইটভাটায় জরিমানা করা হয়েছে।
মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব তৌহিদুল ইসলাম। অভিযানের সময় প্রমাণ পাওয়া যায় যে, উর্বর কৃষি জমির মাটি কেটে তা ইটভাটায় নেওয়া হচ্ছে। এ অপরাধে ইটভাটার ম্যানেজারকে **বালুমহল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০ অনুযায়ী ৩ লাখ ৫০ হাজার টাকা জরিমানা প্রদান করা হয়।
উপজেলা প্রশাসন জানিয়েছে, অবৈধ টপসয়েল কর্তনের ফলে কৃষি উৎপাদন ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি পরিবেশ ও প্রাকৃতিক ভারসাম্য মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে। প্রকৃতি ও পরিবেশ রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।