
ইনকিয়াদ আহম্মেদ রাফিন, ঝিকরগাছা প্রতিনিধি:
যশোরের ঝিকরগাছা উপজেলার গদখালী টাওরা আজিজুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ে নির্বাচনী ও বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানটি ৩০ ডিসেম্বর (মঙ্গলবার) সকাল ১০টায় বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে আয়োজন করা হয়।
প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মাওলানা আব্দুল আলিমের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঝিকরগাছা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস এম সুলতান মাহমুদ। বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয়ের দাতা সদস্য শামসুল আরেফিন।
অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক-শিক্ষার্থী এবং অভিভাবকরা উপস্থিত ছিলেন।