
জামালপুর জেলা প্রতিনিধি: মেহেদী হাসান হাবিব
জামালপুরের ডেফলা ব্রিজ সংলগ্ন রমরপাড়া এলাকায় এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মো. শফিকুজ্জামান স্ট্যালিন (৩৫) নামে একজন মেরিন ইঞ্জিনিয়ার নিহত হয়েছেন। শুক্রবার রাত আনুমানিক ১১:৩০ মিনিটে ঘটনা ঘটে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, স্ট্যালিন নিজেই গাড়ি চালিয়ে জামালপুর শহর থেকে মেলান্দহে নিজ গ্রামের বাড়ির দিকে যাচ্ছিলেন। ডেফলা ব্রিজ সংলগ্ন এলাকায় হঠাৎ এক পথচারী রাস্তা পার হওয়ার চেষ্টা করলে তাকে বাঁচাতে স্ট্যালিন দ্রুত ব্রেক দেন। এর ফলে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা একটি গাছের সঙ্গে ধাক্কা খায়। সংঘর্ষের তীব্রতায় স্ট্যালিন ঘটনাস্থলেই মারা যান।
দুর্ঘটনায় গাড়ির ধাক্কায় ১৬ বছর বয়সী সপন নামে এক কিশোর গুরুতর আহত হয়েছেন। তাকে স্থানীয়রা উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করেছেন।
নিহত শফিকুজ্জামান স্ট্যালিন মির্জাপুর ক্যাডেট কলেজের সাবেক শিক্ষার্থী (২০০১-০৭ ব্যাচ) ও পেশায় মেরিন ইঞ্জিনিয়ার ছিলেন। তিনি আন্তর্জাতিক প্রতিষ্ঠান ‘MOL Tankship Management (Europe)’-এ কর্মরত ছিলেন।
পারিবারিক সিদ্ধান্ত অনুযায়ী, আজ সকাল ১১টায় জামালপুর সরকারি আশেক মাহমুদ কলেজ মাঠে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে। এরপর বাদ জোহর মেলান্দহের ধনতলা ঈদগাহ মাঠে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
নিহতের পরিচয়:
নাম: মো. শফিকুজ্জামান স্ট্যালিন (৩৫)
পেশা: মেরিন ইঞ্জিনিয়ার, MOL Tankship Management
শিক্ষা: সাবেক শিক্ষার্থী, মির্জাপুর ক্যাডেট কলেজ
আহত:
সপন (১৬), পিতা: বিশ্বনাথ