
বিশেষ প্রতিনিধি: মোঃ আসাদুজ্জামান |
জাতীয় সংসদ ভবনের দক্ষিণ গেটে চার দফা দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে জাতীয় নাগরিক জোট।
প্রধান দাবিগুলোর মধ্যে রয়েছে—
বর্তমান উপদেষ্টা পরিষদের কেউ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারবে না।
ফেব্রুয়ারির প্রথমার্ধে ঘোষিত সময়ের মধ্যেই নির্বাচন সম্পন্ন করতে হবে।
উপদেষ্টা পরিষদের দায়িত্বে থেকে দুর্নীতির সঙ্গে জড়িতদের অনুসন্ধান ও তদন্ত করতে হবে।
প্রমাণিত দুর্নীতিবাজদের আইনের আওতায় আনতে হবে।
কর্মসূচিতে আমজনতার দলের সাধারণ সম্পাদক তারেক রহমানসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। পরে বিক্ষোভকারীরা সংস্কার কমিশনের কাছে স্মারকলিপি প্রদান করেন।