জগন্নাথপুরে সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল অনুষ্ঠিত
শাহ্ ফুজায়েল আহমদ
মফস্বল সম্পাদক
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর- শাহারপাড়া ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে ইউনিয়নের সর্বস্তরের জনসাধারণের সাথে, সুনামগঞ্জ- ৩ জগন্নাথপুর শান্তিগঞ্জ আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী, বিএনপি নির্বাহী কমিটির অন্যতম সদস্য, যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়ছর এম আহমেদ এর সৌজন্য আলোচনা সভা দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
এ লক্ষ্যে ১৯ মার্চ ২০২৫ খ্রিঃ বুধবার বিকেল ৪ টায় সৈয়দপুর হাফিজিয়া মাদ্রাসা মাঠে আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী।
সৈয়দপুর- শাহারপাড়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোঃ আজমল হোসেন ও সাবেক সাধারণ সম্পাদক রাহিন তালুকদারের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- সুনামগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এডভোকেট মল্লিক মঈন উদ্দিন সোহেল, আব্দুল হক, আহবায়ক কমিটির সদস্য এডভোকেট শেরেনুর আলী, এম এ মুকিত, এডভোকেট জিয়াউর রহিম শাহীন, যুক্তরাজ্য বিএনপির যুগ্ম আহবায়ক সুজাতুর রেজা, জগন্নাথপুর উপজেলা উপজেলা বিএনপির আহবায়ক আবু হোরায়রা ছাদ, জগন্নাথপুর উপজেলা বিএনপির ১ম যুগ্ম আহবায়ক জামাল উদ্দিন আহমেদ, পৌর বিএনপির আহবায়ক সালাহ উদ্দিন মিটু।
উপস্থিত ছিলেন- সিলেট জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আজমল বক্ত সাদেক, সিলেট জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক হাজী দিলাওর হোসেন দিনার, সুনামগঞ্জ জেলা ছাত্রদলের আহবায়ক জাহাঙ্গীর আলম, সিলেট জেলা ও মহানগর, সুনামগঞ্জ জেলা, জগন্নাথপুর উপজেলা ও পৌর বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।