
ছাতকে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল
স্টাফ রিপোর্টার: সাজ্জাদ মাহমুদ মনির
সুনামগঞ্জের ছাতক উপজেলার কালারুকা ইউনিয়নের হাসনাবাদ বাজারে সোমবার বিকেলে ইউনিয়ন বিএনপির আয়োজনে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মাহফিলের সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সাবেক মেম্বার লুৎফুর রহমান মানিক। যৌথ পরিচালনায় ছিলেন ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শাহজাহান আবদুল্লাহ চৌধুরী এবং সিলেট মহানগরের কৃষক দলের যুগ্ম সম্পাদক শাহিনুর রহমান বাবুল।
প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সিলেট বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক, সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক ও সুনামগঞ্জ-৫ ছাতক-দোয়ারাবাজার আসনের বিএনপি মনোনীত ধানের শীষ সংসদ সদস্য পদপ্রার্থী, সাবেক সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলন।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আবদুর রহমান, নজরুল ইসলাম, ছাতক উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক প্রফেসর শাহ শফিকুল আলম মতি, সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক শিল্পবিষয়ক সম্পাদক রুহুল আমীন, ছাতক উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আতাউর রহমান এমরান, এ্যাডভোকেট আবদুল কাহহার, কয়েছ আহমদ, পৌর বিএনপির আহ্বায়ক সামছুর রহমান সামছু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিন সুমেন, সাবেক কেন্দ্রীয় ছাত্রদল নেতা ও বিএনপির প্রাথমিক সদস্য নবায়ন কার্যক্রম সুনামগঞ্জ জেলা কমিটির দায়িত্বপ্রাপ্ত ও জাতীয়তাবাদী ফোরাম ঢাকা’র সাধারণ সম্পাদক একেএম রিপন তালুকদার।
এছাড়াও উপস্থিত ছিলেন বোগলা ইউপি সাবেক চেয়ারম্যান আরিফুল হক জুয়েল, পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শামছুর রহমান বাবুল, এসএম লায়েক শাহ, যুক্তরাজ্য বিএনপি নেতা আজির উদ্দিন, সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক বাহা উদ্দিন শাহী, ছাতক উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বাকিবিল্লাহ, উপজেলা কৃষক দলের আহ্বায়ক মনির উদ্দিন মেম্বার, যুগ্ম আহ্বায়ক ইব্রাহীম আলী রাসেল, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক লিজন তালুকদার, সদস্য জাহাঙ্গীর আলম, আবদুল মোমিন, আবদুল মমিন মামনুন, ইজাজুল হক রনি, মুহিবুর রহমান মুহিব, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মাহবুব আহমদ, সুনামগঞ্জ জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এমদাদুর রহমান ইমন ও ছাতক উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আবদুল আজিজ ফয়ছল প্রমুখ।
শেষে মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া পরিচালনা করেন উপজেলা জমিয়তে উলামায়ে ইসলামের সহ সভাপতি মাওলানা জামিলুর রহমান। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, এই অনুষ্ঠানের মাধ্যমে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রতি গভীর শ্রদ্ধা ও সম্মান জানানো হয়েছে।