গজারিয়ায় বন্ধুদের সাথে নদীতে নেমে নিখোঁজ আলিফ
মোঃ দুলাল সরকার, আমার সকাল ২৪,
গজারিয়া (মুন্সিগঞ্জ) প্রতিনিধি
মুন্সিগঞ্জ, ৫ মে: মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার মেঘনা নদীতে গোসল করতে নেমে আলিফ (১৬) নামের এক কিশোর নিখোঁজ হয়েছে। রবিবার বেলা ১২টার দিকে মেঘনা সেতু সংলগ্ন তেতৈতলা এলাকায় এ ঘটনা ঘটে।
নিখোঁজ আলিফ গজারিয়া উপজেলার ভবেরচর ইউনিয়নের লক্ষ্মীপুরা গ্রামের মোঃ ফয়সাল প্রধানের একমাত্র ছেলে। সে এবার ভবেরচর ওয়াজীর আলী হাইস্কুল থেকে এসএসসি পরীক্ষা দিয়েছে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, বেলা ১২টার দিকে বন্ধুদের নিয়ে আলিফ মেঘনা সেতু সংলগ্ন তেতৈতলা এলাকায় গোসলে নামে। পরে সে ঢেউয়ের তোড়ে পানিতে তলিয়ে যায়। বন্ধুদের চিৎকারে স্থানীয়রা জলে ঝাঁপিয়ে পড়ে তাকে উদ্ধারের চেষ্টা করে।
খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ডুবুরিরা উদ্ধারকাজ শুরু করে। কয়েক ঘণ্টা ধরে চলমান উদ্ধার অভিযানেও আলিফের সন্ধান মেলেনি।
নিখোঁজ আলিফের বাবা মোঃ ফয়সাল প্রধান বেদনাহত কণ্ঠে বলেন, “ছেলেটি এসএসসি পরীক্ষা দিয়ে ভালো ফলাফলের আশায় ছিল। আজ রবিবার বন্ধুদের সাথে নদীতে গোসল করতে গিয়ে এই দুর্ঘটনা ঘটে।”
গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজিব খান জানান, ডুবুরিরা উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছে। দ্রুততম সময়ে নিখোঁজ কিশোরকে উদ্ধারের চেষ্টা করা হচ্ছে।
স্থানীয়রা নদীতে গোসল করার সময় সতর্কতা অবলম্বনের জন্য আহ্বান জানিয়েছেন।