শাহ্ ফুজায়েল আহমদ
জগন্নাথপুর উপজেলা প্রতিনিধি সুনামগঞ্জ ।
*সুনামগঞ্জ, 11 জুন 2024:* আজ সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার পৌরসভার অন্তর্গত হাবিবপুর ৪ নং ওয়ার্ডে অবস্থিত আব্দুস সোবহান উচ্চ বিদ্যালয়ে “বৃক্ষরোপণ ২০২৪” কর্মসূচীর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
এই আনুষ্ঠানিকতায় বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ মুখলেসুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথপুর পৌরসভার ৪ নং ওয়ার্ডের হবিবপুর আশিঘরের কৃতি সন্তান, সমাজসেবক ও শিক্ষানুরাগী, এবং আব্দুস সোবহান উচ্চ বিদ্যালয়ের দাতা সদস্য মোঃ আবুল কাশেম।
এছাড়াও, অন্যান্য অতিথিদের মধ্যে ছিলেন জগন্নাথপুর পৌরসভার ৪ নং ওয়ার্ডের সাবেক জননন্দিত কাউন্সিলর এবং আব্দুস সোবহান উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সদস্য দেলোয়ার হোসেন, বিদ্যালয়ের সহকারী শিক্ষক-শিক্ষিকা বৃন্দ, এবং বিদ্যালয়ের অফিস সহকারীরা।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরে বক্তব্য রাখেন। তারা বলেন, বৃক্ষরোপণ পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই সকলকেই বৃক্ষরোপণে অংশগ্রহণ করার জন্য আহ্বান জানান।
অনুষ্ঠানের শেষে বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করে।
*উল্লেখ্য,* আব্দুস সোবহান উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠা করেছেন জগন্নাথপুর পৌরসভার ৪ নং ওয়ার্ডের হবিবপুর আশি ঘরের কৃতি সন্তান, বিশিষ্ট শিক্ষানুরোগী ও বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ছালিক এম সোবহান।