সাইফুল ইসলাম, নওগাঁ প্রতিনিধি :
নওগাঁ: ব্যাটারি চালিত অটোরিকশায় চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। ঘটনাটি বুধবার সন্ধ্যায় নওগাঁর মহাদেবপুর উপজেলার চেরাগপুর ইউনিয়নের বুজরুক বড়াইল গ্রামে ঘটে।
নিহত যুবকের নাম মাহবুব আলম (২৭)। তিনি ওই গ্রামের আব্দুল খালেকের ছেলে ছিলেন।
স্থানীয়রা জানান, মাহবুব প্রতিদিনের মতো বুধবারও সন্ধ্যায় অটোরিকশা চালিয়ে বাড়ি ফিরেছিলেন। রাতের সারে ৮টার দিকে তিনি অটোরিকশায় চার্জ দিতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যান।
খবর পেয়ে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে নিয়ে যান। কিন্তু চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
মাহবুবের মৃত্যুতে তার পরিবার ও গ্রামবাসী শোকাহত।
বিদ্যুৎ বিভাগের দায়িত্ব:
স্থানীয়রা অভিযোগ করেছেন, এলাকায় বিদ্যুতের তারের অব্যবস্থা ও যথেষ্ট সংরক্ষণের অভাবেই এমন ঘটনা ঘটেছে। তারা বিদ্যুৎ বিভাগের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
মৃত্যুর তদন্ত:
এদিকে, মাহবুবের মৃত্যুর ঘটনায় নওহাটামোড় পুলিশ ফাঁড়ি থেকে ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠিয়েছে। পুলিশ ঘটনার তদন্ত করছে।