
শাহিনুর রহমান, পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি :
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি ওবায়দুর রহমান শাহিন বলেছেন, স্বাধীনতার পূর্বের শত্রুরাই পরিকল্পিতভাবে দেশের শ্রেষ্ঠ বুদ্ধিজীবীদের হত্যা করেছিল। যারা বাংলাদেশকে শোষণ করতে চেয়েছিল এবং যাদের সবচেয়ে বেশি ক্ষতির আশঙ্কা ছিল, তারাই এই নৃশংস হত্যাযজ্ঞ চালিয়েছে। উদ্দেশ্য ছিল সদ্য স্বাধীন দেশকে মেধাশূন্য করে দেওয়া।
তিনি এসব কথা বলেন রোববার (১৪ ডিসেম্বর) দুপুর ১২টায় পার্বতীপুর প্রেস ক্লাবে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে।
তিনি আরও বলেন, আসন্ন নির্বাচনকে সামনে রেখে সরকারের আন্তরিকতার কোনো ঘাটতি নেই। তবে রাজনৈতিক দলগুলোর পারস্পরিক হিংসাত্মক মনোভাব সুষ্ঠু নির্বাচনী পরিবেশের জন্য বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। এই পরিস্থিতির দায় রাজনৈতিক দলগুলোকেই নিতে হবে বলে মন্তব্য করেন তিনি।
পার্বতীপুর প্রেসক্লাবের আহ্বায়ক আতাউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন— বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন দিনাজপুর জেলা কমিটির সাধারণ সম্পাদক মাহফিজুল ইসলাম রিপন, মোহনা টেলিভিশনের উপজেলা প্রতিনিধি ও এমকে টেলিভিশনের চেয়ারম্যান হাবিব ইফতেখার, দৈনিক ইনকিলাবের প্রতিনিধি আব্দুল জলিল, মানবকণ্ঠের প্রতিনিধি মামুনুর রশীদ, গণকণ্ঠের প্রতিনিধি ওয়াহেদুল ইসলাম এবং সাপ্তাহিক সোনার বাংলার প্রতিনিধি তাজকির হোসেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন ভোরের কাগজের মোস্তাফিজুর রহমান বকুল, প্রতিদিনের সংবাদের আল মামুন মিলন, মাইটিভির আব্দুল্লাহ আল মামুন, এমকে টেলিভিশনের শাহিনুর রহমানসহ লালমনিরহাট, গাইবান্ধা ও ঠাকুরগাঁও জেলার বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দ ও বিভিন্ন গণমাধ্যমকর্মীরা।