র্যাব-১২ অভিযানে সিমেন্ট চুলায় লুকানো মাদকসহ দুই জন গ্রেপ্তার
নিজস্ব প্রতিনিধি, সাজেদুল ইসলাম রাসেল, বগুড়া
বগুড়ার শাজাহানপুরে র্যাব-১২ এর বিশেষ অভিযানে অভিনব কায়দায় সিমেন্ট চুলার ভিতরে লুকানো মাদকসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।
২৩ এপ্রিল ২০২৫, মঙ্গলবার দুপুর ৩টায় র্যাব-১২, সিপিএসসি, বগুড়া-এর একটি আভিযানিক দল শাজাহানপুর থানাধীন বামনিয়া মন্ডলপাড়া এলাকায় রংপুর-ঢাকা মহাসড়কে এই অভিযান পরিচালনা করে।
অভিযানে ৬৯ বোতল ফেন্সিডিল এবং ৪ কেজি ৮২৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতদের নাম মোঃ আলফাজ (৩২) এবং মোঃ শফিকুর রহমান (২৫)। তাদের কাছ থেকে ২টি মোবাইল ফোন, ৩টি সিমকার্ড এবং নগদ ১,৫৫০ টাকা উদ্ধার করা হয়েছে।
র্যাব সূত্র জানায়, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে মাদক পরিবহনের সঙ্গে জড়িত। এ ঘটনায় তাদের বিরুদ্ধে শাজাহানপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আইনি প্রক্রিয়া শুরু করা হয়েছে।