ইনকিয়াদ আহ্মেদ রাফিন, ঝিকরগাছা উপজেলা প্রতিনিধি
ইন্ডাস্ট্রিয়ালিস্টস অ্যান্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশন (IBWF), ধানমন্ডি-হাজারীবাগ-কলাবাগান জোনের উদ্যোগে শনিবার (১৮ অক্টোবর) রাজধানীর ধানমন্ডিতে অনুষ্ঠিত হয়েছে “সীরাত সেমিনার ও যশোরস্থদের নিয়ে সৎ ব্যবসায়ী তৈরিতে রাসুল (সা.)-এর সীরাতের ভূমিকা” শীর্ষক আলোচনা সভা।
সভায় বক্তারা বলেন, মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর ব্যবসায়িক জীবনের সততা, ন্যায়পরায়ণতা ও আমানতদারিতা বর্তমান সময়ে নৈতিক ও দায়িত্বশীল ব্যবসায়ী গড়ে তোলার সর্বোত্তম দৃষ্টান্ত। ইসলামিক মূল্যবোধের আলোকে ব্যবসা পরিচালনার মাধ্যমে সমাজে সৎ ও মানবিক উদ্যোক্তা শ্রেণি তৈরি সম্ভব।
প্রধান অতিথি ছিলেন জনাব মোঃ ওমর ফারুক খান, ব্যবস্থাপনা পরিচালক, ইসলামি ব্যাংক বাংলাদেশ পিএলসি। প্রবন্ধ উপস্থাপন করেন ড. মোঃ মিজানুর রহমান, নির্বাহী পরিচালক, সেন্টার ফর স্ট্রাটেজিক অ্যান্ড পিস স্টাডিজ ও সেক্রেটারি জেনারেল, ইসলামিক ইকোনোমিকস রিসার্চ ব্যুরো। প্রধান বক্তা ছিলেন শায়খ মুফতি সাইফুল ইসলাম হাফিঃ, খতিব, মসজিদ উত তাকওয়া সোসাইটি (ধানমন্ডি) এবং ইসলামিক স্কলার। প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন শায়খ মুহাদ্দিস ড: মাহমুদুল হাসান হাফিঃ এবং বিশেষ আলোচক অধ্যাপক ড. মুহাম্মদ মাকছুদুর রহমান, জগন্নাথ বিশ্ববিদ্যালয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মো: মাহবুবুল হক, সচিব (অব) ও চেয়ারম্যান, আমেরিকান ওয়েলনেস সেন্টার; ডাঃ আনোয়ারুল আজীম, ভাইস চেয়ারম্যান, বায়োফার্মা লিঃ; মোঃ আমিনুর রহমান, ব্যবস্থাপনা পরিচালক, রেনেসা হেলথ ফার্মাসিউটিক্যালস; এবং আইয়ুব আলী ফরায়েজী, চেয়ারম্যান, প্রবাসী বাংলা গ্রুপ প্রমুখ।
সভায় সভাপতিত্ব করেন মোঃ ইব্রাহিম হোসেন, সভাপতি, IBWF ধানমন্ডি-হাজারীবাগ-কলাবাগান জোন। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন সহকারী পরিচালক শাহজাহান পাটোয়ারী, ইঞ্জিনিয়ার এসএম রাজিবুল হক ও টিম সদস্য মো: আজহারুল ইসলাম মিথুন।
উক্ত অনুষ্ঠানে ৫ জন ক্ষুদ্র ব্যবসায়ীকে উদ্দোক্তা হিসেবে গড়ে তুলতে নগদ অর্থ প্রদান করা হয়। অনুষ্ঠানটির মূল প্রতিপাদ্য ছিল—
“সৎ ও নৈতিকতা বোধসম্পন্ন ব্যবসায়ী তৈরি করাই আমাদের অঙ্গীকার।”