
মাধবপুরে স্কুল ছাত্র হত্যার প্রতিবাদে মানববন্ধন
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি: ফোরকান উদ্দিন রোমান
হবিগঞ্জের মাধবপুর উপজেলায় মাধবপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র মোঃ আফরোজ হোসেনের হত্যার প্রতিবাদে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও নিহতের স্বজনরা মানববন্ধন ও মহাসড়ক অবরোধ করেছেন। তারা হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করে ফাঁসির দাবি জানান।
মানববন্ধন কর্মসূচি বুধবার (৩ ডিসেম্বর) দুপুরে মাধবপুর উপজেলার গেইট থেকে ঢাকা-সিলেট মহাসড়ক পর্যন্ত ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত হয়। এরপর আধাঘন্টাব্যাপী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন। মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। পরে প্রশাসন ২৪ ঘণ্টার মধ্যে আসামিদের গ্রেফতারের আশ্বাস দিলে বিক্ষোভকারীরা মহাসড়ক ছাড়েন।
মানববন্ধনে বক্তব্য রাখেন মাধবপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, ছাত্র প্রতিনিধি, সুশীল সমাজ ও ব্যবসায়ী প্রতিনিধি। বিভিন্ন মানবাধিকার সংগঠনের নেতৃবৃন্দ এবং অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দও অংশগ্রহণ করেন।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, গত ২৭ নভেম্বর পূর্ব শত্রুতা নিয়ে আফরোজের দাদা দুলাল মিয়ার সাথে ঝগড়া হয় আশিক মিয়া, মাসুক মিয়া, জুরু মিয়া ও সাহেদ মিয়ার সঙ্গে। এর রেষে আফরোজকে অষ্টম শ্রেণির বার্ষিক পরীক্ষা দেওয়ার পথে তাদের দলবল অতর্কিতভাবে আক্রমণ করে। আহত আফরোজকে উদ্ধার করে প্রথমে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে ব্রাহ্মণ্যবাড়ীয়া সদর হাসপাতালে নেয়া হয়। উন্নত চিকিৎসার জন্য ঢাকা রেফার করলে দুই দিন আইসিইউতে থাকার পর আফরোজ মারা যান। আফরোজ সৌদি প্রবাসী মোঃ মুক্তার মিয়ার ছেলে।