কামাল হাছান, নলছিটি
ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান নান্দিকাঠী আদর্শ মাধ্যমিক বিদ্যালয় পরিচালনার জন্য এডহক কমিটি গঠন করা হয়েছে।
মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি প্রবিধানমালা-২০২৪ এর ৬৪(১) নম্বর ধারা অনুযায়ী এই কমিটি গঠন করা হয়। কমিটির মেয়াদ ২৮ ফেব্রুয়ারি ২০২৫ থেকে ২৭ আগস্ট ২০২৫ পর্যন্ত ছয় মাস।
সভাপতি মনোনীত হয়েছেন—
মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, বরিশাল কর্তৃক মনোনীত মোঃ এনায়েত করিম মিশুমিয়া। তিনি নান্দিকাঠীর কৃতী সন্তান, নলছিটি পৌরসভার সাবেক কমিশনার, বিএনপির জেলা কমিটির সদস্য, বৈষম্য ছাত্র আন্দোলনের বরিশালে অগ্রগামী ভূমিকা পালনকারী, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক।