
ইনকিয়াদ আহম্মেদ রাফিন
ঝিকরগাছা উপজেলা প্রতিনিধি
যশোরের ঝিকরগাছা উপজেলায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে এক মাদ্রাসা ছাত্রসহ তিনজন আহত হয়েছেন। শুক্রবার (১৬ জানুয়ারি) বেলা ২টার দিকে উপজেলার মাগুরা ইউনিয়নের কায়েমকোলা পুরাতন মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন—ঘোড়দাহ গ্রামের ওসমানের ছেলে হাসিব (১৮), আকবর আলীর ছেলে রায়হান (১৯) এবং কায়েমকোলা গ্রামের হাতেম আলীর ছেলে ও স্থানীয় দাখিল মাদ্রাসার ছাত্র তানজিম (১৫)।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে হাসিব ও রায়হান মোটরসাইকেলে বাড়ি থেকে বাজারের দিকে যাচ্ছিলেন। একই সময় পথচারী তানজিম মাদ্রাসার দিকে রওনা হন। কায়েমকোলা পুরাতন মসজিদের সামনে পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে পেছন থেকে তানজিমকে ধাক্কা দেয়। এতে তিনজনই রাস্তায় পড়ে আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তারা হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন আছেন। আহতদের পরিবারের সদস্যরাও হাসপাতালে অবস্থান করছেন।
ঘটনার বিষয়ে ঝিকরগাছা থানা পুলিশকে মৌখিকভাবে অবহিত করা হয়েছে বলে জানা গেছে।