
মোঃ মেহেদী হাসান
ক্রাইম রিপোর্টার, আমার সকাল ২৪
সালথা (ফরিদপুর) প্রতিনিধি
বিএনপির চেয়ারপার্সন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি, সুস্বাস্থ্য ও দীর্ঘ হায়াত কামনায় ফরিদপুরের সালথায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) আসরের নামাজ শেষে উপজেলার আটঘর ইউনিয়নের গোয়ালপাড়া গ্রামের কাউছার মাতুব্বরের বাড়িতে ৫নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
দোয়া মাহফিলের আগে বেগম খালেদা জিয়ার বর্ণাঢ্য রাজনৈতিক জীবন ও অবদান তুলে ধরা হয়।
৫নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক কামরুজ্জামান আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আটঘর ইউনিয়ন বিএনপি নেতা কাউছার মাতুব্বর, ওয়ার্ড বিএনপি নেতা আদেল মাতুব্বর, আলেক সিকদার, আ. হক মোল্যা, বিল্লাল মোল্যা, ইলিয়াস মাতুব্বর, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক তানভির হাসিব, যুবদল নেতা আবুল হাসান সেন্টু, অমিনুর মাতুব্বর, আহম্মদ হোসেন, জশিম মাতুব্বর, জহুর মাতুব্বর, রুবেল মাতুব্বর, মজিবর সিকদার, বতু সিকদার প্রমুখ।
মোনাজাত পরিচালনা করেন ফরিদপুর জেলা উলামা দলের যুগ্ম আহবায়ক মওলানা বজলুর রহমান মোল্যা।
দোয়া মাহফিল শেষে আগত নেতাকর্মীদের মাঝে তবারক বিতরণ করা হয়।