
মস্ত মিয়া, বিশেষ প্রতিনিধি (ব্রাহ্মণবাড়িয়া)
ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া ও বিজয়নগর উপজেলার সীমান্তবর্তী এলাকায় পৃথক সময়ে পরিচালিত অভিযানে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) প্রায় ৩০ লাখ টাকা মূল্যের ভারতীয় পণ্য ও মাদকদ্রব্য জব্দ করেছে।
বুধবার (আজ) দুপুরে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, তাদের পরিচালিত এসব অভিযানে সর্বমোট ২৯,৯৪,২০০ টাকা মূল্যমানের ভারতীয় জিরা, ব্লেজারের থান কাপড় ও গাঁজা উদ্ধার করা হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বিজয়নগর উপজেলার ইব্রাহিমপুর এলাকায় চোরাচালানবিরোধী বিশেষ অভিযানে মালিকবিহীন অবস্থায় ১ হাজার ৪৪০ কেজি ভারতীয় জিরা জব্দ করা হয়।
অপরদিকে, আখাউড়া উপজেলার আনোয়ারপুর এলাকায় পরিচালিত অভিযানে ১০ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করা হয়। একই এলাকার আরেকটি পৃথক অভিযানে ৮১ দশমিক ৬ মিটার ভারতীয় ব্লেজারের থান কাপড় জব্দ করা হয়।
বিজিবি জানায়, সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদক পাচার রোধে তাদের অভিযান অব্যাহত থাকবে।