শেখ তাইজুল ইসলাম মংলা প্রতিনিধি
আজ শুক্রবার (২৬) সেপ্টেম্বর সকালে
পৌর শহরের ১নং জেটি চত্বরে কেন্দ্র ঘোষিত বিক্ষোভ কর্মসূচীর অংশ হিসেবে জুলাই সনদের আইনী ভিত্তি প্রদান ও পিআর পদ্ধতিতে নির্বাচনসহ ৫ দফা দাবিতে মোংলা উপজেলা ও পৌর জামায়াত ইসলাম আয়োজিত সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা জামায়াতের আমির মাওলানা মোঃ রেজাউল করিম
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা জামায়াতের নায়েবে আমির এডভোকেট মাওলানা শেখ আব্দুল ওয়াদুদ সহ
মংলা উপজেলা ও মংলা পৌর জামায়াতের নেতারা
প্রধান অতিথির বক্তব্যে
জামায়াতে ইসলামীর বাগেরহাট জেলা আমীর মাও: মো: রেজাউল করিম বলেন দেশের জনগণ জুলাই সনদের আইনি ভিত্তি চায় পিআর পদ্ধতি বাস্তবায়নের মাধ্যমে ক্ষমতার ভারসাম্য চায়
বিগত ফ্যাসিস্ট সরকারের ন্যায় আবার যেনো কোন দল বা গোষ্ঠী ফ্যাসিস্টরুপে আবির্ভূত হতে না পারে সেজন্য ক্ষমতার ভারসাম্য আনা প্রয়োজন পৃথিবীর বিভিন্ন দেশে পিআর পদ্ধতি কার্যকর আছে। চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানের মূল আকাঙ্খা ছিলো রাষ্ট্র ব্যবস্থার সংস্কার
সেই সংস্কার বাস্তবায়ন না করে নির্বাচন আয়োজন জুলাই গণঅভ্যুত্থানকে অস্বীকারের শামিল জামায়াত জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্খা বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ।
সংক্ষিপ্ত বক্তব্যে অন্যান্য নেতারা তাদের ৫ দফা দাবির পক্ষে বিভিন্ন যুক্তিতর্ক উপস্থাপন করেন এবং আগামীতে দাঁড়িপাল্লার পক্ষে জনগণের সমর্থন ও চান তারা।
বিক্ষোভ সমাবেশ শেষে মিছিল বের করা হয়। মিছিলটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পৌর মার্কেট চত্বর গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন মোংলা পৌর জামায়াতের আমীর এম এ বারীর সঞ্চালনা করেন পৌর জামায়াতের সেক্রেটারি এ্যাড: মো: হোসেন