কামাল হাছান, নলছিটি প্রতিনিধি:
ঝালকাঠি জেলার নলছিটি পৌরসভার নান্দিকাঠী ৩ নম্বর ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা সাংবাদিক কামাল মাস্টারের বাড়ির রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে আছে। চলাচলের অযোগ্য এ রাস্তা দিয়ে প্রতিদিন স্কুল, কলেজ, মাদ্রাসা ও বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থী যাতায়াত করেন।
গত ২৫ বছরে রাস্তাটির কোনো সংস্কার হয়নি বলে অভিযোগ উঠেছে। বর্তমানে নলছিটি পৌরসভার প্রশাসকের দায়িত্বে রয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলাম। তার কাছে রাস্তাটি সংস্কারের জন্য আবেদন করা হলেও এখনো কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি।
পৌর এলাকার বাসিন্দা হয়েও ন্যায্য নাগরিক সুবিধা থেকে বঞ্চিত স্থানীয়রা জরুরি ভিত্তিতে রাস্তাটি ইট সলিং করার দাবি জানিয়েছেন। এতে শিক্ষার্থী ও সাধারণ মানুষের ভোগান্তি অনেকটাই কমে যাবে বলে তারা আশা করছেন।