সাজেদুল ইসলাম রাসেল নিজস্ব প্রতিনিধি বগুড়া।
বগুড়া জেলার নন্দীগ্রাম উপজেলার ভাটরা ইউনিয়নের মোঃ সিদ্দিকুর রহমানের স্ত্রী মোছাঃ মেরিনা বেগমের (৫১) মৃত্যু নিয়ে উত্তেজনা তৈরি হয়েছে। গত ১৩ ডিসেম্বর ডায়াবেটিস ও জ্বর নিয়ে বগুড়া ডায়াবেটিস হাসপাতালে ভর্তি করা হয় মেরিনা বেগমকে। চিকিৎসার অবস্থার অবনতি হলে ১৪ ডিসেম্বর তাকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়, সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহতের স্বজনরা হাসপাতালের কাছে মৃত্যুর কারণ জানতে চাইলে কর্তৃপক্ষ ভুল তথ্য প্রদান ও উত্তেজিত আচরণ করে। এক পর্যায়ে স্বজনদের হেনস্তা করার অভিযোগ ওঠে।
পরবর্তীতে বিষয়টি জানতে সেখানে পৌঁছানো সাংবাদিকদের ওপর আকস্মিক হামলার ঘটনা ঘটে। হামলায় জাতীয় দৈনিক বসুন্ধরা পত্রিকার বগুড়া প্রতিনিধি মোঃ ফয়সাল হোসেন সনিকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়। তার মোবাইল ফোন, অফিসিয়াল আইডি কার্ড এবং পকেটে থাকা ৩২,০০০ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।
পরে হাসপাতালের ঊর্ধ্বতন কর্মকর্তা ফোনটি ফেরত দিলেও টাকা ও আইডি কার্ড ফেরত দেয়া হয়নি। এই ঘটনায় সাধারণ মানুষ তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন এবং হাসপাতালের বিরুদ্ধে সঠিক তদন্ত ও দোষীদের শাস্তি দাবি করেছেন।
বগুড়া সদর থানায় এ বিষয়ে একটি অভিযোগ দাখিল করা হয়েছে।