
মনজুরুল ইসলাম, সিরাজগঞ্জ প্রতিনিধি
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী শরিফ ওসমান হাদীকে প্রকাশ্যে গুলিবিদ্ধ করার ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছে বিএনপি। কেন্দ্রঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সিরাজগঞ্জের বেলকুচিতে বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে বেলকুচি উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মীরা।
শনিবার (১৩ ডিসেম্বর) দুপুরে বেলকুচি উপজেলার মুকুন্দগাতি কড়িতলা মোড় থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে চালা বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়।
পথসভায় বক্তব্য রাখেন বেলকুচি উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক মন্ডল, সাবেক সদস্য সচিব বনি আমিন, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক আলতাফ হোসেন প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সদস্য মো. গোলাম আজম, পৌর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মিয়া শামীম, পৌর বিএনপির সদস্য জাহিদুল হক মুক্তা ও মামুন হোসেন বরাদ, সাবেক সদস্য মোহাম্মদ আলী ভূইয়া, উপজেলা যুবদলের আহ্বায়ক শামীম সরকার, সদস্য সচিব মো. আলম প্রামাণিক, স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাজিব হোসেন, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ওমর ফারুক পলাশ, বেলকুচি উপজেলা জিয়া সাইবার ফোর্সের সভাপতি মো. রেজাউল করিম, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রিজন আহমেদ, পৌর ছাত্রদলের আহ্বায়ক শাহরিয়ার হোসেনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
পথসভায় বক্তারা বলেন, নির্বাচনের তফসিল ঘোষণার পরপরই ঢাকা ও চট্টগ্রামে দুইজন এমপি প্রার্থীর ওপর প্রকাশ্যে গুলি চালানোর ঘটনা নির্বাচনকালীন নিরাপত্তা ব্যবস্থাকে চরমভাবে প্রশ্নবিদ্ধ করেছে। এটি একটি পরিকল্পিতভাবে নির্বাচন বানচালের অপচেষ্টা বলেও মন্তব্য করেন তারা।
বক্তারা দ্রুত হামলাকারীদের গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি, এমনকি ফাঁসির দাবি জানান।