হাতিয়ায় মাছ ঘাট বন্ধের ষড়যন্ত্রের প্রতিবাদে জেলেদের মানববন্ধন
মোঃ রিয়াজ উদ্দিন (নোয়াখালী)
হাতিয়া প্রতিনিধি
নোয়াখালীর হাতিয়ায় মাছ ঘাট বন্ধের ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন করেছেন স্থানীয় জেলেরা। শুক্রবার বিকেলে উপজেলার বুড়িরচর ইউনিয়নের সূর্যমুখী বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন সূর্যমুখী দক্ষিণ পাড় মাছ ঘাটের সভাপতি আহসান উল্যাহ, সাধারণ সম্পাদক মো. এমরান হোসেন, মৎস্য ব্যবসায়ী রাসেল উদ্দিন, মো. রুবেল উদ্দিন, নিজাম উদ্দিনসহ অনেকে। এসময় প্রায় পাঁচ শতাধিক মাছ ব্যবসায়ী ও জেলে সম্প্রদায়ের মানুষ উপস্থিত ছিলেন।
বক্তারা অভিযোগ করেন, দীর্ঘদিনের সমৃদ্ধ এ মাছ ঘাটটি বন্ধ করতে একদল সুবিধাবাদী ব্যক্তি ষড়যন্ত্র চালাচ্ছে। তারা নিজেরা মাছ ব্যবসায়ী না হয়েও বিপরীত পাশে নতুন একটি ঘাট গড়ে তুলেছে এবং সূর্যমুখী ঘাটের ব্যবসায়ীদের উপর হামলা, হুমকি ও মিথ্যা অভিযোগ দিচ্ছে। এমনকি জেলেদেরও ভয়ভীতি দেখিয়ে আসছে। বক্তাদের দাবি, পতিত আওয়ামী লীগ নেতাদের সাথে কিছু নামধারী বিএনপি নেতাকর্মীও এসব অপকর্মে জড়িত।
তারা আরও জানান, এসব অভিযোগ এর আগেও থানায় বৈঠকে মিথ্যা প্রমাণিত হয়েছে। এখন সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার চালিয়ে ঘাটটি বন্ধ করার চেষ্টা করছে প্রতিপক্ষ।
উল্লেখ্য, হাতিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ সূর্যমুখী মাছ ঘাটটি ৫ আগস্টের পর খালের দুই পাড়ে দুই পক্ষের ব্যবসা পরিচালনার কারণে দ্বন্দ্বের সৃষ্টি হয়, যা সম্প্রতি তীব্র আকার ধারণ করেছে।