ইনকিয়াদ আহম্মেদ রাফিন │ ঝিকরগাছা উপজেলা প্রতিনিধি
যশোরের ঝিকরগাছা উপজেলার হাজিরবাগ ইউনিয়ন জামায়াতের আয়োজনে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকেল ৩টায় মাটিকোমরা মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাজিরবাগ ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা হাফেজ মোজাম্মেল হক এবং সঞ্চালনা করেন ইউনিয়ন সেক্রেটারি অধ্যাপক শফিকুর রহমান। প্রধান অতিথি ছিলেন যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডা. মোসলেহ উদ্দীন ফরিদ।
বক্তব্যে তিনি বলেন, “ইসলামী রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা ছাড়া অন্যায়, দুর্নীতি ও চাঁদাবাজি বন্ধ করা সম্ভব নয়। আগামী পার্লামেন্ট হবে ইসলামের পার্লামেন্ট। এজন্য কর্মীদের নিরলসভাবে দাওয়াত পৌঁছে দিতে হবে।”
বিশেষ অতিথির বক্তব্য রাখেন যশোর জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য অধ্যাপক জয়নাল আবেদীন।
এছাড়াও বক্তব্য দেন উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুল আলিম, নায়েবে আমীর অধ্যাপক হারুন অর রশিদ, সেক্রেটারি মুহাম্মদ নজরুল ইসলাম খাঁন, সহকারী সেক্রেটারি মাস্টার আব্দুর রকিম, কর্মপরিষদ সদস্য মো. আবিদুর রহমান, মাওলানা মাহবুর রহমান ও শিল্পী কবির বিন সামাদ।
দীর্ঘ ২০ বছর পর ফ্যাসিবাদমুক্ত পরিবেশে এ কর্মী সম্মেলন হওয়ায় বিপুল সংখ্যক নেতা-কর্মীর উপস্থিতি লক্ষ্য করা যায়।