
মাধবপুর প্রতিনিধি:
ফোরকান উদ্দিন রোমান
স্বাস্থ্যসেবায় বিশেষ ও মানবিক অবদানের স্বীকৃতি স্বরূপ ‘বিজয় গৌরব অ্যাওয়ার্ড–২০২৫’ অর্জন করেছেন বিশিষ্ট ইউনানী চিকিৎসক হাকিম সৈয়দ শিব্বির আহমেদ (শিবলী)।
২৭ ডিসেম্বর ২০২৫ ঢাকার কেন্দ্রীয় কচি-কাঁচার মেলা মিলনায়তনে আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে তার হাতে এই সম্মাননা তুলে দেওয়া হয়। অনুষ্ঠানটির আয়োজন করে ৭১ মিডিয়া ভিশন।
দীর্ঘদিন ধরে ইউনানী চিকিৎসা পদ্ধতিতে সাধারণ মানুষের সেবায় নিয়োজিত থাকা, স্বাস্থ্যখাতে নিষ্ঠা ও অবদানের জন্য তাকে এই সম্মাননায় ভূষিত করা হয়েছে। হাকিম শিব্বির আহমেদ বাংলাদেশ ইউনানী মেডিকেল এসোসিয়েশনের সক্রিয় সদস্য হিসেবে পেশাগত দায়িত্ব পালন করছেন এবং অসহায় ও দরিদ্র মানুষের চিকিৎসাসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।
সম্মাননা প্রদান অনুষ্ঠানে বক্তারা তার মানবিক ও নৈতিক স্বাস্থ্যসেবার প্রশংসা করেন এবং আশা প্রকাশ করেন, এই ধরনের স্বীকৃতি অন্যদেরকেও মানবসেবায় উৎসাহিত করবে।
পুরস্কারপ্রাপ্ত হাকিম শিব্বির আহমেদ বলেন,
“এই সম্মাননা আমার দায়িত্ব আরও বাড়িয়ে দিল। আগামীতেও মানুষের পাশে থেকে সততা ও নিষ্ঠার সঙ্গে স্বাস্থ্যসেবা দিয়ে যেতে চাই।”
তিনি সহকর্মী, শুভানুধ্যায়ী ও সাধারণ মানুষ থেকে অভিনন্দন পেয়েছেন।