মোঃ মুনির হোসেন পিরোজপুর প্রতিনিধি:
উৎসবমুখর পরিবেশে পিরোজপুরের স্বরূপকাঠিতে অনলাইন প্রেসক্লাবের নতুন কার্যালয়ের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২ মে) সন্ধ্যা ৭টায় প্রেসক্লাব কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন ক্লাবের প্রধান উপদেষ্টা, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব প্রফেসর মো. ফজলুল হক।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি এম ইসলাম জাহিদ এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম।
উদ্বোধনী বক্তব্যে প্রধান উপদেষ্টা বলেন, “অনলাইন সাংবাদিকতা আধুনিক গণমাধ্যমের অবিচ্ছেদ্য অংশ। একটি স্বচ্ছ ও দায়িত্বশীল সাংবাদিক সমাজ গড়ে তুলতে এই প্রেসক্লাব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
নেছারাবাদ থানার এসআই প্রকাশ বাবু তাঁর শুভেচ্ছা বক্তব্যে বলেন, “সাংবাদিকদের সঠিক ও স্বচ্ছ তথ্য প্রদান পুলিশের কার্যক্রমকে আরও জবাবদিহিতামূলক করে তোলে এবং জনআস্থা বৃদ্ধিতে সহায়ক হয়।”
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সহ-সভাপতি তারিকুল ইসলাম তারেক, কার্যনির্বাহী সদস্য আব্দুল্লাহ আল মামুন, গোলাম রব্বানী ও ডা. আমিন মোল্লা। বক্তারা বলেন, এটি শুধু একটি অফিস নয়; বরং মত প্রকাশের মুক্ত মঞ্চ। এখান থেকেই সমাজের অবহেলিত মানুষের কথা উঠে আসবে, উচ্চারিত হবে ন্যায়ের দাবি।
পরিশেষে, প্রেসক্লাব সভাপতি তাঁর সমাপনী বক্তব্যে বলেন, “যারা আন্তরিক প্রচেষ্টায় এই কার্যালয় স্থাপনে সহযোগিতা করেছেন, তাঁদের প্রতি কৃতজ্ঞতা জানাই। আসুন, সবাই মিলে প্রেসক্লাবকে আদর্শ, সত্যান্বেষী ও মানুষের পাশে দাঁড়ানো একটি প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলি।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধি, ক্লাব সদস্য, দাতা সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। শেষে মুক্ত আলোচনা ও মিষ্টি বিতরণের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।