আমার সকাল ২৪ নিউজ ডেস্ক
সৌদি আরবে আজ শুক্রবার পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঘোষণা দিয়েছে যে আগামীকাল শনিবার থেকে সেখানে রোজা শুরু হবে।
বিশ্বের বিভিন্ন দেশে রমজান শুরুর তারিখ সংবাদমাধ্যম গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরবে আকাশ মেঘাচ্ছন্ন থাকায় চাঁদ দেখার প্রক্রিয়ায় কিছুটা বিলম্ব হয়। পরে চাঁদ দেখা গেলে আনুষ্ঠানিকভাবে রোজা শুরুর ঘোষণা দেওয়া হয়। আজ থেকেই দেশটিতে এশার নামাজের পর তারাবিহ শুরু হবে।
এদিকে, মালয়েশিয়া, ফিলিপাইন, ব্রুনেই ও জাপানে আগামী রোববার থেকে রমজান শুরু হবে বলে দেশগুলোর সরকার ঘোষণা দিয়েছে। অন্যদিকে, অস্ট্রেলিয়া ও ওমানে রমজান শুরু হবে আগামীকাল শনিবার থেকে। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ দেশটির মুসলিম সম্প্রদায়কে রমজানের শুভেচ্ছা জানিয়েছেন।
বাংলাদেশে চাঁদ দেখা কমিটির সভা বাসসের খবরে বলা হয়েছে, বাংলাদেশে আগামীকাল পবিত্র রমজানের চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হবে। রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সভাকক্ষে সন্ধ্যা ছয়টায় এ সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সভায় সভাপতিত্ব করবেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন।
বাংলাদেশের আকাশে কোথাও রমজান মাসের চাঁদ দেখা গেলে, তা নিচের টেলিফোন ও ফ্যাক্স নম্বরে অথবা সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক বা উপজেলা নির্বাহী অফিসারকে জানানোর জন্য অনুরোধ করা হয়েছে।
যোগাযোগের নম্বর: টেলিফোন নম্বর: ০২-২২৩৩৮১৭২৫, ০২-৪১০৫০৯১২, ০২-৪১০৫০৯১৬ ও ০২-৪১০৫০৯১৭।
ফ্যাক্স নম্বর: ০২-২২৩৩৮৩৩৯৭ ও ০২-৯৫৫৫৯৫১।
নোট: যেহেতু সৌদি আরবে আজকে তারাবিহ এবং আগামীকাল রোজা শুরু হচ্ছে, তাই অন্যান্য বছরের মতো ধারণা করা যায় যে বাংলাদেশে শনিবার রাতে তারাবিহ এবং রোববার থেকে রোজা শুরু হবে।