
রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি: মোঃ মাসুদ মোল্লা
বিএনপির কেন্দ্রীয় প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন শনিবার (১ নভেম্বর) পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলা পরিষদ মাঠে জনসভায় বলেছেন, “অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে ইনশাল্লাহ বিএনপি ক্ষমতায় যাবে।”
তিনি অভিযোগ করেছেন, বিগত ১৫ বছর ধরে আওয়ামী লীগ জনগণের অধিকার ও স্বাধীনতা হরণ করেছে। তিনি বলেন, “আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হতে হবে, যেন জনগণ সুষ্ঠু ভোট দিতে পারে।”
বিএনপির কার্যক্রম ও জনগণের পাশে থাকার বিষয়ে তিনি বলেন, “গত ৫ আগস্ট থেকে বিএনপি নেতাকর্মীরা জনগণের পাশে দাঁড়িয়েছে, হিন্দু সম্প্রদায়ের মন্দির ও ব্যবসা প্রতিষ্ঠান পাহারা দিয়েছে।”
চাকরিপ্রত্যাশী তরুণদের জন্য তিনি জানিয়ে দিয়েছেন, বিএনপি ক্ষমতায় গেলে লেখাপড়া শেষের এক বছরের মধ্যে বেকার ভাতা দেওয়া হবে।
রাঙ্গাবালীর উন্নয়ন নিয়ে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, “এ উপজেলা এখনো সরকারি হাসপাতাল বঞ্চিত। দুইজন প্রতিমন্ত্রী থাকলেও কোনো কার্যক্রম শুরু হয়নি।”
তিনি আরও বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন, এবং জনগণের ভোটের মাধ্যমে উন্নয়ন ও গণতন্ত্র রক্ষা করতে হবে।
সভায় সভাপতিত্ব করেন রাঙ্গাবালী উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রহমান ফরাজী, সঞ্চালনা করেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হারুন অর রশিদ হাওলাদার। উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের হাজার হাজার নেতা-কর্মী ও সাধারণ মানুষ সভায় অংশগ্রহণ করেন।