
মস্তু মিয়া বিশেষ প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়ার সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) ৩ নভেম্বর কসবা, আদর্শ সদর ও ব্রাক্ষণপাড়া সীমান্ত এলাকা থেকে প্রায় ১ কোটি ৫ লক্ষ টাকা মূল্যের ভারতীয় অবৈধ পণ্য জব্দ করেছে। জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে ৭৯ লক্ষ ৫২ হাজার টাকার মোবাইল ডিসপ্লে এবং ২৫ লক্ষ ৪৮ হাজার টাকার খাদ্য সামগ্রী।
লেঃ কর্নেল মোঃ জিয়াউর রহমান জানান, সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সর্বদা সজাগ থাকবে এবং এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।